শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ২১ এপ্রিল ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
শেয়ার

৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস


৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস

 

ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার (২১ এপ্রিল) পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। খবর বিবিসি’র।

ভ্যাটিকানের কার্ডিনাল ফ্যারেল শোকবার্তায় বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস ইহলোক ত্যাগ করেছেন।’।

তিনি আরও বলেন, ‘তার (পোপ) সমগ্র জীবন ছিল প্রভু ও তার গির্জার সেবায় উৎসর্গিত।’

ইস্টার সানডের মাত্র একদিন পরই পোপ ফ্রান্সিস মারা গেলেন।

রোববার (২০ এপ্রিল) তিনি ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়েছিলেন। হুইলচেয়ারে বসে ব্যালকনি থেকে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, শুভ ইস্টার।’

তিনি বসে থাকলেও ঐতিহ্যবাহী ইস্টারের বক্তব্য ও আশীর্বাদ পাঠ করেন তার এক সহযোগী।

ফ্রান্সিসের পোপ হিসেবে দায়িত্ব নেওয়া অনেক দিক থেকেই ছিল ইতিহাসে প্রথম। তিনি কেবল গির্জায় সংস্কার চালিয়ে গেছেন তা-ই নয়, ঐতিহ্যপন্থীদের মধ্যেও জনপ্রিয় ছিলেন।

তিনি ছিলেন আমেরিকা মহাদেশ ও দক্ষিণ গোলার্ধ থেকে আসা প্রথম পোপ। ৭৪১ সালে সিরিয়ায় জন্ম নেওয়া গ্রেগরি তৃতীয়ের পর তিনিই প্রথম ইউরোপের বাইরের কেউ হিসেবে পোপ হন।

তিনি ছিলেন জেসুইট-এর (যিশু সংঘের) প্রথম সদস্য যিনি সেন্ট পিটারসের সিংহাসনে বসেন। এর আগে, যিশু সংঘের সদস্যদের প্রতি রোম বরাবরই সন্দেহের দৃষ্টিতে তাকাত।

তার পূর্বসূরি বেনেডিক্ট ১৬তম ৬০০ বছরের মধ্যে প্রথম পোপ ছিলেন, যিনি স্বেচ্ছায় অবসর নেন। ফলে এক দশকের মতো সময় ভ্যাটিকানে একসঙ্গে দুই পোপ ছিলেন।

আর্জেন্টিনার কার্ডিনাল বারগোলিও হিসেবে তিনি যখন ২০১৩ সালে পোপ হন, তখন তার বয়স ছিল সত্তরের বেশি।

পোপদের শেষকৃত্য সাধারণত বেশ জাঁকজমকপূর্ণ হয়। তবে পোপ ফ্রান্সিস সম্প্রতি জানিয়েছিলেন, তার শেষকৃত্যের আয়োজন হবে অনেক সরল।

আগের পোপদের তিনটি কফিনে রাখা হতো—একটি সাইপ্রাস কাঠের, একটি সীসার এবং একটি ওকের কাঠের। পোপ ফ্রান্সিস বেছে নিয়েছেন একটি সাধারণ কাঠের কফিন, যার ভেতরে থাকবে দস্তার স্তর।

ফ্রান্সিস হবেন এক শতাব্দীর মধ্যে প্রথম পোপ, যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। তাকে রোমের চারটি বড় পাপাল বাসিলিকার একটি—সেন্ট মেরি মেজর বাসিলিকায় সমাহিত করা হবে।